প্রকাশিত: Mon, Jun 12, 2023 9:09 PM
আপডেট: Mon, Jan 26, 2026 8:57 AM

সরকারের নতুন ষড়যন্ত্র জামায়াতের সমাবেশের অনুমতি: মান্না

রিয়াদ হাসান: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এমন মন্তব্য করে বলেন, হঠাৎ করে সরকারের বোধোদয় হলো, গণতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হলো, ওদের সভা করতে দেওয়া যেতে পারে। তারপর মন্ত্রীরা বলছেন, বিএনপি জামায়াতকে মাঠে নামিয়ে উসকানি দিচ্ছে। কিন্তু এই ষড়যন্ত্র করছে সরকার। তারা দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করবে, তার দায় বিরোধী দলগুলোর ওপর চাপাবে। তারপর তারা নির্বাচন পিছিয়ে দেবে অথবা গিলে খাবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশে রোডমার্চে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলে তিনি। সূত্র: কালবেলা

মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা ‘গণতন্ত্র মঞ্চ’ গণতন্ত্রের জন্যই লড়াই করছি। সেই গণতন্ত্র যে গণতন্ত্র গরিবের পেটে ভাত দেবে তার অধিকার নিশ্চিত করবে, তার আইনি সম্মান দেবে, নাগরিক হিসেবে তার সম্মান রাখবে। এটার পক্ষেই আমরা ঢাকা থেকে দিনাজপুর রোডমার্চ করেছি। খেয়াল করে দেখেন প্রায় জায়গায় সরকার বাধা দিয়েছে। তারা শান্তির নামে অশান্তি সৃষ্টি করেছে।  সম্পাদনা: তারিক আল বান্না